রাঙ্গামাটি প্রতিনিধি : লংগদু উপজেলার হাজাছড়া তালিমূল নূরানী মাদ্রাসার ২য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, (৯ সেপ্টেম্বর ) মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী মাইনীমুখ ইউনিয়নের হাজাছড়ার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা (০৭) কে একই এলাকার বাসিন্দা মৃত আবুল হাসেম খার ছেলে ষাটোর্ধ আব্দুল কুদ্দুস খা দুপুর বেলায় বসত ঘরে মেয়েকে একা পেয়ে প্রথমে মজা কিনে দেওয়ার প্রলোভন দেখানো হয়। তখন মেয়েটি রাজী না হওয়ায় জোরপূর্বক ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ রয়েছে। ধর্ষণ কালে মেয়েটি ব্যথা সহ্য করতে না পেরে স্ব-জোরে চিৎকার করে। মেয়ের মা এসে দেখে ফেলে ঘটনা জানাজানি হয়। ধর্ষকের বিরুদ্ধে মেয়ের পিতা বাদী হয়ে লংগদু থানায় মামলা দায়ের করেন।

আসামি আব্দুল কাদের খা কে রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

(আরএম/এএস/সেপ্টেম্বর ১২, ২০২৪)