সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষের ফরিদপুরের সালথায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের  মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে এ সার ও বীজ বিতরণ করেন উপজেলা কৃষি অফিস।

২শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতিজনকে ৫কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫কেজি করে এমওপি সার দেওয়া হয়।

এসময় উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীসহ অনেকে উপস্থিত ছিলেন।

(এএনএইচ/এএস/সেপ্টেম্বর ১২, ২০২৪)