বরিশালে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বিএম কলেজের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সাগর মৃধাসহ (২৩) তিনজনকে কুপিয়ে জখম করেছে চিহ্নিত সন্ত্রাসী কালা মাসুদ ওরফে দা মাসুদ।
গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে নগরীর কলেজ এভিনিউ পুকুর পাড়ে এ হামলার ঘটনা ঘটে। আহতদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মাসুদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ২১টি মামলা রয়েছে।
আহত সাগর মৃধা অভিযোগ করেন, তিনি তার দুই বন্ধুকে নিয়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় আকস্মিকভাবে কালা মাসুদসহ তার ২০/২৫ জন সহযোগিরা হামলা চালিয়ে এলোপাথাড়ি ভাবে তাদের কুপিয়ে জখম করেছে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৪)