রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সহসাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন বাবুল প্রমুখ।

আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করা হয়।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৪)