টাঙ্গাইলে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের স্মারকলিপি
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং ডিপ্লোমাধারী সার্ভেয়ার সমমানের পদে কর্মরতদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় কর্মরত সার্ভেয়িং ডিপ্লোমা প্রকৌশলী জেলা প্রশাসকের কাছে ওই স্মারকলিপি প্রদান করেন।
এ সময় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব কামরুল আলম, সাবেক যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম, ঘাটাইল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ওমর ফারুক, টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার আবুল হোসেন, জাকিরুল আলম, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার জহিরুল ইসলাম, এলজিইডি-মধুপুরের সার্ভেয়ার মোশারফ হোসেনসহ জেলা ও উপজেলায় কর্মরত ডিপ্লোমাধারীরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা অভিযোগ করেন, চার বছর মেয়াদি সার্ভেয়িং ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন যাবত বৈষম্যের শিকার হচ্ছে। বিগত ১৯৯৪ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ১৬৪ নং প্রজ্ঞাপনে প্রকাশিত বাংলাদেশ গেজেটে সার্ভেয়িং ডিপ্লোমাধারীরা ২য় শ্রেণির পদ মর্যাদায় ১০ম গ্রেড প্রদান করা হয়েছে। কিন্তু সকল ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ম গ্রেড বাস্তবায়ন হলেও শুধুমাত্র বৈষম্যের শিকার হয়েছেন সার্ভেয়িং ডিপ্লোমা প্রকৌশলীরা। দ্রুততম সময়ের মধ্যে দাবি পুরণ না করা হলে আগামিতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
(এসএম/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৪)