শেখ ইমন, শৈলকুপা : ঝিনাইদহের শৈলকুপায় নদে ভ্রাম্যমান অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। আজ বুধবার উপজেলার কুমার নদে এ অভিযান পরিচালনা করা হয়।

শৈলকুপা মৎস কর্মকর্তা মিজানুর রহমান জানান, কুমার নদের নাগিরহাট, বকশীপুর, কামান্না, হাটফাজিলপুর, কুমিরাদহ, রত্নাট, বগুড়া ও আলফাপুর এলাকা থেকে ৭৩টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত ১৪৬০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, চায়না দুয়ারি দিয়ে দেশীয় মাছ ধ্বংস করে দিচ্ছে অসাধু জেলেরা। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় জেলেরা। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে উপজেলা মৎস কর্মকর্তা মিজানুর রহমানসহ পুলিশ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

(এসআই/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৪)