আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মাদক সেবনের দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সমন্বয়ক শাহাবুদ্দিনকে ছাত্রাবাস থেকে বহিস্কার করা হয়েছে। তিনি (সাহাবুদ্দিন) অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও অশ্বিনী কুমার ছাত্রাবাসের বি-ব্লকের ৩১৫ নম্বর কক্ষে থাকতেন।

মঙ্গলবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক আসাদুজ্জামান জানিয়েছেন, গাঁজা সেবন করার অভিযোগ জানিয়ে শাহাবুদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলো ছাত্রাবাসের অর্ধশতাধিক ছাত্র। এ ঘটনায় তার ছাত্রাবাসের সিট বাতিল করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগে উল্লেখ করা হয়, শাহাবুদ্দিন মিয়া নিয়মিত প্রকাশ্যে গাঁজা সেবন করতো। অন্য ছাত্ররা নিষেধ করলে তাদের সাথে অশোভন আচরণ করতো। যে কারণে মাদকমুক্ত ছাত্রাবাস গড়ার লক্ষে শাহাবুদ্দিনকে স্থায়ীভাবে বহিস্কারের আবেদন করা হয়।

ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক আরও জানিয়েছেন, সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ছাত্রাবাসের ওই কক্ষে অভিযান চালিয়ে শাাহাবুদ্দিন মিয়ার অপরাধের বিষয়টি প্রমানিত হয়েছে। পরে কর্তৃক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাত্রাবাস থেকে বহিস্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে শাহাবুদ্দিন মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের অপর দুই সমন্বয়ক হাসান রাজু ও সাব্বির আহমেদও এ প্রসঙ্গে কোন মন্তব্য করতে রাজি হননি।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৪)