শেখ ইমন, ঝিনাইদহ : দীর্ঘ একবছর বন্ধ থাকার পর ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার অপারেশন পুনরায় চালু হয়েছে। এ ব্যবস্থা চালু হওয়ায় আনন্দিত উপজেলাবাসী।  আজ বুধবার সকালে এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ সেবা চালু করা হয়। এছাড়াও বিভিন্ন ক্লিনিকের দালাল ও ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টিটিভ হাসপাতালে ঢুকতে নিষেধাজ্ঞা জারি, সেবা গ্রহীতাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল চুরি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

সিজারিয়ান কার্যক্রম চালু হওয়ায় স্থানীয়রা জানান, কোনো প্রসূতি মায়ের অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর কিংবা কুষ্টিয়া যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। সরকারিভাবে সিজারিয়ান অপারেশন এখানে না থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে উপজেলাবাসীর। বিকল্প হিসেবে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অপারেশন করাতে হতো। এতে খরচও হতো অতিরিক্ত। বর্তমানে হাতের নাগালে এ ব্যবস্থা চালু করায় আমরা হাসপাতাল ডাক্তারদের প্রতি কৃতজ্ঞ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন বলেন, 'অদৃশ্য কারণে গত একবছর নরমাল ও সিজার অপারেশন বন্ধ ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর পুনরায় এ সেবা চালু করলাম। সপ্তাহে দু'দিন (রবিবার ও বুধবার) সিজার অপারেশন করা হবে। পাশাপাশি আল্ট্রাসনোগ্রাফী ও এক্স-রে সেবাও চালু করা হয়েছে। সকলকে হাসপাতালে সেবা নিতে অনুরোধও জানিয়েছেন এ কর্মকর্তা।'

(এসআই/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৪)