লোহাগড়ায় নবাগত ইউএনও ফাতিমা আজরিন তন্বীর যোগদান
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ফাতিমা আজরিন তন্বী যোগদান করেছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম। এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর কার্যালয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
এর আগে নবাগত নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে মাদারীপুর ডিসি অফিসে সহকারী কমিশনার হিসেবে চাকুরিতে যোগদান করেন। এরপর তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো: শাহ আলমের চার সন্তানের মধ্যে তিনি তৃতীয় সন্তান। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জননী।
(আরএম/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৪)