সৌদিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রবাসীর মর্মান্তিক মৃত্যু
মিরান মাতুব্বর, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় দুর্বৃত্তের ছুরির আঘাতে সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত সৌদী প্রবাসী নাসির হাওলাদার (৩০) উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা এলাকার গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত কোরে ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সী বলেন, গতকাল সৌদি প্রবাসী নাসির হাওলাদার সৌদি আরবে দুর্বৃত্তের হামলায় মর্মান্তিক নিহত হন। এই ঘটনায় এলকায় শোকের ছায়া নেমে এসেছে।
নাসির হাওলাদারের দুই পুত্র সিজান হাওলাদার (১০) ও জিসান হাওলাদার (৮) বছরের দুই ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , নাসির হাওলাদার প্রায় ৮ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। গতকাল এক রেস্টুরেন্টে গাড়ি পার্কিং নিয়ে সৌদি নাগরিকের সাথে কথা কাটাকাটির জেরে সৌদি দুর্বৃত্তের হাতে ছুড়িকাঘাতে মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেন।
এই বিষয়ে নিহতের স্ত্রী সীমা বেগম জানান, আমার স্বামী প্রায় ৮ বছর যাবত সৌদি আরবে রয়েছেন। গতকাল সে হোটেলের সামনে গাড়ি পার্কিংয়ে কথা কাটাকাটির জেরে সৌদি নাগরিকের ছুরিকাঘাতে মারা গেছেন। আমি আমার স্বামীর লাশ টা দ্রুত চাই। আমার ৮ ও ১০ বছরের দুটি ছেলে রয়েছে। আমি কি করবো বুঝতে পারছিনা।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বি,এম কুদরত এ-খুদা বলেন, সৌদি আরব প্রবাসী নাসির হাওলাদার সৌদি আরবে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটা আসলেই খুবই দুঃখজনক ও অপ্রত্যাশিত ঘটনা। আমরা আসা করি সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে। আমরা ভাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফন ও দেশের আনার ক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা করা হবে।
(এমএম/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৪)