রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং ডিগ্রিরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সবুজ শেখ এর বিরুদ্ধে ‌ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও আওয়ামী লীগের সন্ত্রাসী ভূমিদস্যু আবু আলম ও আজমের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ বাদশা , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু , স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান মাসুদ, ফরিদপুর জেলা ছাত্রদলের ‌ সহ-সভাপতি সাকিব মিয়া রাকিব, স্বেচ্ছাসেবক দলনেতা সাজ্জাদ হোসেন সাজু, ডিগ্রীরচর ইউনিয়নের ৭,৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাকি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী আবু , আলম ও আজম দীর্ঘদিন যাবত ‌ ফরিদপুর শহরতলির ডিগ্রির চর ও নথচ্যানেল ইউনিয়নে বালু কেটে যাচ্ছে।

তাদের বালু কাটার কারণে সেখানকার পরিবেশ বিপর্যয় হচ্ছে। অনেক বাড়িঘর নদী গর্ভে তলিয়ে গেছে। সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে। বক্তারা অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সেই সাথে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সবুজ শেখের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৪)