অবৈধপথে ভারতে যাওয়ার সময় কলারোয়ার হিজলদি সীমান্ত থেকে তিন নারী আটক
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অবৈধপথে ভারতে যাওয়ার সময় তিনজন বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবি। আজ সোমবার সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শেরপুর জেলার নওখোলা থানার শিকদারপাড়া গ্রামের মনির হোসেনের মেয়ে মনিকা খাতুন (২১) ও রিতু আক্তার সুমাইয়া (১৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মহিষপুর গ্রামের মোহন মিয়ার মেয়ে মরিয়ম আক্তার জুলি (১৫)।
বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, আটক নারীরা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে হিজলদির সুলতানপুর এলাকা থেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তারা স্বেচ্ছায় কাজের সন্ধ্যানে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। মামলা দিয়ে তাদেরকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
(আরকে/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২৪)