প্রায় পৌনে ২ কোটি টাকা অনিয়মের অভিযোগ
দিনাজপুর আদর্শ কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের আন্দোলন
শাহ্ আলম শাহী, দিনাজপুর : অনিয়মতান্ত্রিকভাবে অনার্স ফান্ডের ১ কোটি ৬০ লাখ ৬৯ হাজার টাকা গ্রহণ, গর্ভনিং বডির অনুমোদন ছাড়াই কলেজের টাকা ব্যাংকের অন্য একাউন্টে রাখা, বেতন-ভাতা প্রদানে অনিয়মের অভিযোগে অধ্যক্ষ সৈয়দ রেদওয়ানুর রহমান টিটো'র বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন দিনাজপুর আদর্শ কলেজ শিক্ষকরা। তারা বিভিন্ন অভিযোগে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
আজ সোমবার সকালে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের ভিতরে বৈষম্য বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এ সময় কলেজের শিক্ষক শাহনুর খান,মেহরাব আলী, নূর ইসলাম, রুপা রানী দাস, তনুজা শারমীন, মীর আসাদ আলী, আইরিন আকতার প্রমুখ বক্তব্য রাখেন।
পরে অনার্স শিক্ষকদের বকেয়াসহ শতভাগ বেতন-ভাতা প্রদান এবং কলেজের আর্থিক অসঙ্গতি ও বৈষম্য দুর করতে জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন দিয়েছেন কলেজের ৫৯ জন শিক্ষক। শিক্ষকরা বলেন, অনার্স ফান্ড থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন কলেজের অংশ থেকে দেয়া হচ্ছে। যা প্রকৃত বিধিমালা অনুসরন করা হয়নি। অনার্স শিক্ষকদের ক্ষেত্রে সকল খাত থেকে বেতন-ভাতা প্রদান করা হচ্ছে না। যা চরম বৈষম্য, আমরা এই বৈষম্যের অবসান চাই।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ সৈয়দ রেদওয়ানুর রহমান টিটোর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
(এসএস/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২৪)