গৌরনদীতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সভা
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানউন্নয়নের লক্ষ্যে দুই শতাধিক অভিভাবকের উপস্থিতিতে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি, দাতা সদস্য ও জেলা বিএনপির সদস্য এইচ এম রফিকুল ইসলাম কাজল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল, বিশিষ্ট শিক্ষানুরাগী দাতা সদস্য কাজী হুমায়ুন কবির, প্রধান শিক্ষক এইচএম মানিক হাসান, বিএনপি নেতা সরদার আব্দুস ছালাম সহ অন্যান্যরা।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২৪)