রিয়াজুল রিয়াজ ও শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর : ফরিদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভার আয়োজন করে ফরিদপুর জেলা পুলিশ। সভাটিতে সভাপতিত্ব করেন ফরিদপুরের নবাগত পুলিশ সুপার মো. আব্দুল জলিল।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, 'শাসক হতে চাই না, সেবক হতে চাই। আমার দায়িত্ব পালনে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।' আব্দুল জলিল আরো জানান, 'আমি মা-মাটির গন্ধ ভুলতে চাই না। আমি আপনাদের লোক হয়ে এ জেলায় কাজ করতে চাই।'

নবাগত এই পুলিশ সুপার আরো জানান, 'মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে কোন আপোষ নয়। আমি চেষ্টা করবো আমার দায়িত্ব শতভাগ পালন করার। কোন পুলিশ সদস্য ভুল করলে আমাকে জানান আমি ব্যবস্থা নেব।'

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, সিনিয়র সাংবাদিক পান্না বালাসহ ফরিদপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ফরিদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ করা যেতে পারে, গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) ফরিদপুর জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মো. আব্দুল জলিল, পিপিএম। এসময় পুলিশ সুপারের কার্যালয়ে ফরিদপুরের সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, নবাগত এই পুলিশ সুপারকে তার দায়িত্বভার বুঝিয়ে দেন।

(আরআরেএসএফ/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২৪)