আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নগরীর নাজিরপুলস্থ এলাকায় নব জাগরন ক্লাবের আড়ালে মাদক আমদানী ও বিক্রির প্রতিবাদসহ মাদক ব্যবসা বন্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বিএম কলেজ, সরকারি বরিশাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ রবিবার বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচি পালন করেছেন।

এসময় বিএম কলেজের শিক্ষার্থী তামিম হোসেন বলেন, বিগত সরকারের সময় নাজিরপুলস্থ নব জাগরন নামের একটি ক্লাবের মধ্যে কতিপয় প্রভাবশালী নেতারা এ ব্যবসা পরিচালনা করে আসছিল। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ওইসব নেতারা পালিয়ে গেছে। বর্তমানে খান লিটু ও সাজুসহ বেশ কয়েকজনে এ ক্লাবটি তাদের নিয়ন্ত্রনে নিয়ে পূর্বের ন্যায় মাদক ব্যবসা শুরু করেছে।

অপরদিকে শনিবার দিবাগত রাতে মহানগর ছাত্রদল নেতা মিঠুসহ তার অনুসারিরা নব জাগরন ক্লাবে হামলা চালিয়েছে। এসময় মহানগর বিএনপি সাবেক সদস্য জহিরুল ইসলাম লিটুসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৪)