রাজবাড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিবাদ সমাবেশ
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে সন্ত্রাস, দখলদারি ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা।
আজ রবিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ডিগ্রী কলেজ গেইটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, সারাফাত ইসলাম, মুরাদ শেখ, আশিক শেখ, নাবিল দেওয়ান, সিফাত প্রমুখ।
বক্তারা বলেন, জামালপুর ডিগ্রী কলেজে অভিভাবক হিসেবে একজনকে নাম প্রস্তাব করে জাতীয় বিশ্ববিদ্যালয় (ভিসি) বরাবর পাঠানোর নির্দেশনা এসেছে। গত ২ সেপ্টেম্বর বালিয়াকান্দি থেকে মশিউল আযম চুন্নুর নেতৃত্বে একদল বহিরাগত কলেজে ভাংচুর, নৈরাজ্য ও ভয়ভীতি প্রদর্শন করে অধ্যক্ষের রুমে ঢুকে জোরপুর্বক তার নিজের নাম প্রস্তাব করার জন্য নির্দেশ দেয়। তাদের এরকম আচরণে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সাধারণ শিক্ষক ও ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়। এসময় কলেজের ছাত্র সিফাতকে মেরে মাথা ফাটিয়ে দেয়। তাকে রক্তাক্ত অবস্থায় মধুখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আমরা এ ধরণের হামলাকারী কলেজের আহবায়ক কমিটিতে চাই না। এ ধরণের লোককে দেওয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এর আগে জামালপুর কলেজের অধ্যক্ষ জাকির হোসেন মৃধা ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
জামালপুর কলেজের অধ্যক্ষ জাকির হোসেন মৃধা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা একটি অভিযোগ দিয়েছে। আসলে এটা আমার হাতে নয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হবে। তাদের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
(একে/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৪)