মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর গ্রাম থেকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় রিভলবার, ৪ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় ওই গ্রামের রাশেদুজ্জামান (২৫) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। সে উপজেলার কালিশংকরপুর গ্রামের আকরাম মোল্লার পুত্র।

জানা গেছে, আজ রবিবার গোপন সংবাদের মাধ্যমে যৌথ বাহিনী জানতে পারে যে, রাশেদুজ্জামানের বাড়িতে অস্ত্র গুলি ও মাদকদ্রব্য রয়েছে। এদিন সকালে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় আটক রাশেদুজ্জামানের বাড়িতে ঘরে মধ্যে ট্রাংক থেকে একটা দেশীয় রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ১৫০ সিসির একটি কালো পালচার মোটরসাইকেল, একটি রামদা, একটি চাকু এবং তার কাছ থেকে ২৮ হাজার পাঁচশত টাকা উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক ঠাকুর দাশ মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, এ ব্যাপারে মহম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৪)