‘আমার বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত'
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এক শিক্ষক দাবি করেছেন, তার বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত ও হয়রানিমূলক।
আজ রবিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুরের সালথা উপজেলার গোপালিয়া গ্রামের মো. আইয়ুব আলী মাস্টারের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অভিযোগ এনে ফরিদপুর প্রেস ক্লাবে ওই সংবাদ সম্মেলন তিনি।
ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক মো. আইয়ুব আলী মাস্টার নিজেই।
এসময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আইয়ুব আলী মাস্টার দাবি করে বলেন, গর্ভপাতের মতো একটি সেনসেটিভ ইস্যুতে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে তাঁকে হয়রানি করা হচ্ছে। অভিযোগ করে মো. আইয়ুব আলী মাস্টার আরো জানান, অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়া আরিফা খানম (১৮) নামের যে গর্ভবতী নারীর পেটে লাথি ও কিল ঘুসি দিয়ে পেটের সন্তান নষ্ট করায় অভিযোগ এনে সম্প্রতি সালথা থানায় তাঁর বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করা হযেছে, তাতে তিনি বিব্রত ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। গর্ভপাতের মতো একটি সেনসেটিভ ইস্যূটিতে তাঁকে মিথ্যা মামলা দিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত বলেও দাবি ওই শিক্ষকের।
আইয়ুব মাস্টার আরো জানান, 'ওই মেয়ের পূর্বেও গর্ভপাত হয়েছে। সে সময় যে কারণে হয়েছিল, এখনও একই কারণে মেয়েটির গর্ভপাতের ঘটনা ঘটে থাকতে পারে'।
সংবাদ সম্মেলনে আইয়ুব আলী মাস্টার সাংবাদিক সমাজের দৃষ্টি আকর্ষণ করে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে যেভাবে হয়রানি করা হচ্ছে, সেটির সঠিক তদন্ত পূর্বক সংবাদ প্রকাশ, এবং একই সাথে ওই মামলার বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেন তিনি।
(আরআর/এএস/সেপ্টেম্বর ০৮, ২০২৪)