মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর : নোয়াখালীর জনপ্রিয় স্বেচ্ছাসেবি সংগঠন সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন, সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর অনুমতিক্রমে ও পরামর্শকদের সমন্বয়ে সদস্যদের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির নবনির্বাচিত কমিটির সভাপতি: মোঃ আবুল হোসাইন, সিনিয়র সভাপতি: সফিকুল ইসলাম পলাশ, সহ- সভাপতি: আজাহার উদ্দিন হৃদয়, সাধারণ সম্পাদক: মোঃ নাসির হোসাইন, সিনিয়র সহ-সম্পাদক: দুরন্ত দেব নাথ, সাংগঠনিক সম্পাদক: হৃদয় চন্দ্র শীল, সহ-সাংগঠনিক সম্পাদক: ইমরান হোসেন সাইমুন, অর্থ সম্পাদক: ইয়াছিন আরাফাত রাব্বি, প্রচার সম্পাদক: ইমরান আনন্দ, ধর্ম সম্পাদক: হাছান আহাম্মদ সহ ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নব নির্বাচিত সভাপতি আবু্ল হোসেন বলেন, সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন (SBF) ২০২৪/২৫ কার্যনির্বাহী কমিটির আমাকে সভাপতির দায়িত্ব দেবার জন্য সংগঠনের এর সম্মানিত "পরামর্শক" এবং "উপদেষ্টা কমিটি"কে আমার মনের অন্তস্থল থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।

২০১৭ সালে খুব অল্পসংখ্যক স্বেচ্ছাসবী নিয়ে আমরা আমাদের সংগঠনের কার্যক্রম শুরু করি। এখন পর্যন্ত আমরা ৩৪৩৫ ব্যাগ রক্তদান করি, সারা বাংলাদেশ ব্যাপি। উক্ত সংগঠনে নিরলস আর নিঃস্বার্থ ভাবে যারা কাজ করে আসছে এখন আমাদের কার্যক্রম এর সাথে বিভিন্ন কারণে অকারণে জড়িত নেই, তাদের প্রতিও আমি অত্যান্ত সম্মান আর কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন, আমিন।

রক্তদানের পাশাপাশি আমরা স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, যেকোন দুর্যোগে তাৎখনিক মোকাবেলা, রমজানে এতিমদের সাথে ইফতার আয়োজন, ত্রাণ সামগ্রী বাতরণ, রোপন কর্মসূচি , বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করি।

পরিশেষে, উক্ত কমিটির নবনির্বাচিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন প্রকাশ করছি।

আসুন, আগামী এক বছরকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে নিরলসভাবে স্বেচ্ছাসবী হিসেবে কাজ করতে পারি।

এছাড়া নতুন কমিটির সবাইকে তিনি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

(আইইউএস/এএস/সেপ্টেম্বর ০৮, ২০২৪)