গোপালগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জেলা কার্যালয়ের আয়োজনে শহরে একটি র্যালি বের করা হয়।
শহরের প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এগিয়ে র্যালিটি শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার উখি্ং , অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, জেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শামীম আহমেদ খান, বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ উন্নয়ন সংস্থার সমন্বয়ক মনোতোষ মন্ডল সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ আনুষ্ঠানিক শিক্ষা বু্যরোর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের অফিস সহকারী এস কে এ আলীম। অনুষ্ঠানে পদস্থ সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
(এমএস/এএস/সেপ্টেম্বর ০৮, ২০২৪)