আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মঈন আলী
স্পোর্টস ডেস্ক : পুরো আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিয়েছেন ৩৭ বছর বয়সী ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।
রবিবার (৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
তিনি বলেন, আমার বয়স ৩৭ বছর। অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পাইনি। ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। এখন পরের প্রজন্মের সময়, এটা আমাকে ব্যাখ্যা করা হয়েছে। আমার অধ্যায় শেষ।
নিজের অবসরের ব্যাখ্যায় মঈন আরও বলেন, আঁকড়ে ধরে থাকতে পারতাম, আবার ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করতে পারতাম, কিন্তু আমি বাস্তবতা জানি, তাই চেষ্টা করব না। (ইংল্যান্ডের হয়ে খেলার জন্য) আমি যথেষ্ট ভালো নই, অবসর নেওয়ার পরও এটা মনে হচ্ছে না। আমার এখনো মনে হয়, আমি খেলতে পারব। কিন্তু আমি আসল পরিস্থিতি বুঝতে পেরেছি, দলের এখন নতুন চক্রে প্রবেশ করা প্রয়োজন। এটা নিজের কাছেও সৎ থাকার বিষয়।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বিশ্বজুড়ে আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন মঈন। এছাড়া ভবিষ্যতে সামনে কোচিংয়ে আসার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
‘কোচিংয়ে আসতে চাই। এখানে অন্যতম সেরা হতে চাই। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। আশা করছি সবাই আমাকে মুক্ত চেতনার মানুষ হিসেবে চিনবে। ক্যারিয়ারে কিছু ভালো শট খেলেছি, কিছু খারাপ, আশা করছি মানুষ আমার খেলা উপভোগ করেছে।’
(ওএস/এএস/সেপ্টেম্বর ০৮, ২০২৪)