গৌরনদীতে লোকনাথ ব্রক্ষচারীর আবির্ভাব উপলক্ষে ৩ দিনব্যাপী ধর্মীয় উৎসব সমাপ্ত
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ত্রিকালদর্শী শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষচারীর ২৯৪ তম আবির্ভাব উপলক্ষে বরিশালের গৌরনদীতে ৩ দিনব্যাপী নানা আয়োজনের মহোৎসবের মধ্য দিয়ে আজ শনিবার বিকেলে সমাপ্ত হয়েছে।
টরকী বন্দর হর গোবিন্দ সাধু আশ্রমে পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ রায় জানান, গত বুধবার সকালে ঘট স্থাপনের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বুধ ও বৃহস্পতিবার রাতে সমীরন কৃষ্ণ দাস (খুলনা) দল এবং শুক্রবার সৌম্য চক্রবর্তী (যশোর) দল শ্রীমদ্ভাগবত পাঠ করেন। শনিবার মহোৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
মহোৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য দুলাল রায় দুলু, সাধারণ সম্পাদক মানিক লাল আচার্য, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, টরকী বন্দরের ব্যবসায়ী সমীর সরকার, শেখর দত্ত বনিক।
বক্তব্য রাখেন পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ রায়, সহ-সভাপতি সন্তোষ কুমার দাস, সাধারণ সম্পাদক বিভাস মন্ডল, যুগ্ম সম্পাদক পলাশ দাস, পাপ্পা দাস, কোষাধ্যক্ষ রাখাল দাস, সহ-কোষাধ্যক্ষ বিপুল দাস, সাংগঠনিক সম্পাদক লক্ষণ পাল, সহ-সাংগঠনিক সম্পাদক রানা দত্ত, পঙ্কক কুন্ডু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৪)