বরিশালে বাস চাপায় কলেজ ছাত্র নিহত
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : যাত্রীবাহি বাসের চাঁপায় সৌরভ গাইন (২০) নামের মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত ও সজল (২০) নামের তার বন্ধু আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বরিশাল-বানারীপাড়া সড়কের বোর্ড স্কুল নামকস্থানে।
শুক্রবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার এসআই লেলিন কান্তি হালদার জানান, যাত্রীবাহি দক্ষিণবাংলা পরিবহনের চাঁপায় নিহত সৌরভ গাইন বানারীপাাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শান্তি গাইনের ছেলে ও বানারীপাড়া ডিগ্রি কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলো।
তিনি আরও জানান, শুক্রবার বিকেলের এ দুর্ঘটনার পর পরই উত্তেজিত জনতা বাসটিকে ভাঙচুর করেছে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৪)