নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জহুরুল ইসলামের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় লোহাগড়া মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কাশেম, শেখ মতিয়ার রহমান, শাহাবুদ্দিন ফকির প্রমূখ।

বক্তরা লোহাগড়ার মানবিক ইউএনও মোঃ জহুরুল ইসলামের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান। এর আগে একই দাবিতে গত শুক্রবার লোহাগড়া উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৪)