নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ১১ নং ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, গাছকাটাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং তাকে দল থেকে বহিষ্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওই ইউনিয়নের বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার ইতনা চৌরাস্তায় এই মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন ইতনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রইচ উদ্দিন পলু, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুলাহ আল হিরো, রোমান সরদার, জনি শেখসহ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: পলাশ আলী বেপরোয়া হয়ে উঠে। এলাকার সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়, জমি দখল, গাছ কাটাসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে। তার এসব কর্মকান্ডে ইতনা ইউনিয়ন বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যে কারণে দলীয় নেতা-কর্মীরা পলাশ আলীর পদত্যাগ ও দল থেকে বহিষ্কারের দাবি জানান।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৪)