মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে বন্যাকবলিত ঘরবন্ধী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে তুর্কি থেকে পাঠানো বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সার্বিক তত্বাবধানে ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

আজ শুক্রবার বেলা ১১ টায় সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়ার বাড়ী থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, সিনিয়র সহ-সভাপতি নুর নবী চৌধুরী সাধারণ সম্পাদক এনায়েত উল্ল্যাহ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সারওয়ার উদ্দিন দিদার, সাংগঠনিক নিজাম উদ্দিন ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আবুল খায়ের আকাশ, যুগ্ম আহবায়ক মোঃ আবদুল্লাহ উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম, জাহাজমারা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিক উল্ল্যাহ মেম্বার, সাধারণ সম্পাদক হাসেম মেম্বার, ১ নম্বর চর জব্বার ইউনিয়ন বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, আবু তাহের, চর জব্বার কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আরিফ, ২ নং চর বাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সালা উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চর জব্বার ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ বিভিন্ন নেতা কর্মী।

এসময় বক্তারা সকলে ধৈর্য্য ধরে দূর্যোগ মোকাবেলা করার আহবান জানান এবং কেন্দ্রীয় ছাত্রদলের নাছির উদ্দিন নাছিরকে ত্রাণ সামগ্রী গুলো ব্যবস্থা করে দেয়ার জন্য ধন্যবাদ জানান।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৪)