উজিরপুরের জোড়া খুন মামলার প্রধান আসামি গ্রেপ্তার
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলার চাঞ্চল্যকর জোড়া খুন মামলার প্রধান আসামি কিবরিয়া হাওলাদারকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর সদস্যরা। আজ শুক্রবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮ এর মিডিয়া সেল।
সূত্রমতে, গ্রেপ্তারকৃত কিবরিয়া হাওলাদার (৫০) উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা গ্রামের মৃত আসমত আলী হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, গত ২৪ আগস্ট দিবাগত রাতে সাতলা বড় ব্রিজের পশ্চিম পাশের ঢালে ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা ইদ্রিস হাওলাদার এবং তার চাচাতো ভাই ওসমান গনি ওরফে সাগর হাওলাদারকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ২৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পূর্ব শত্রুতার জেরধরে হত্যার অভিযোগ আনা হয়েছে। ওই মামলার প্রধান আসামি কিবরিয়া হাওলাদারকে র্যাব-৮ এর সদর কোম্পানী র্যাব-৯ এর সহযোগিতায় বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলার কোতয়ালি থানাধীন ছড়ারপাড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৪)