ববি ছাত্রীর মরদেহ উদ্ধার
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নিজ বাসায় ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অর্পনা দাস। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে অর্পনা দাস মৃত্যুবরণ করেছেন।
কোতয়ালী মডেল থানার এসআই মাজেদুল ইসলাম জানিয়েছেন, মৃত অর্পনা দাস বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ষষ্ঠ বর্ষের শিক্ষার্থী ছিলেন। সে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সোনামুখি গ্রামের শ্যামল দাসের কন্যা। শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম স্বজনদের বরাত দিয়ে জানান, মেহেন্দিগঞ্জের গ্রামের বাড়িতে বৃহস্পতিবার বিকেলে অর্পনা দাস গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে অর্পনা দাস মৃত্যুবরণ করেন। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা পরিবার জানাতে পারেনি।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৪)