আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : গৌরনদী রিপাের্টাার্স ইউনিটির সাংবাদিকদের সাথে আজ শুক্রবার সকালে বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক কমিটির সদস্য ও বিএনপির নিউ ইংল্যান্ড বোষ্টন শাখা সভাপতি সৈয়দ বদরে আলম মতবিনিময় সভায় মিলিত হন।

অনুষ্ঠানের শুরুতেই রিপোর্টার্স ইউনিটির কর্মকর্তারা অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ বদরে আলমকে ফুলেল শুভেচ্ছা জানান। সংগঠনের সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী রিপাের্টাার্স ইউনিটির প্রধান পৃষ্ঠপোষক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি পলাশ তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক শামীম মীর, প্রচার সম্পাদক রাজীব হোসেন খান, কোষাধ্যক্ষ সোয়েব জুয়েল, বন্ধুসভার সভাপতি মোঃ মনিরুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের গৌরনদী সভাপতি হাসান মাহমুদ, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবদুছ ছালেক মামুন ও সাংবাদিক আরেফীন রিয়াদ প্রমূখ।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৪)