‘অন্তর্বর্তী সরকারের সুবিধা নিয়ে দখলদারিত্ব করলে তাদেরও পতন হবে’
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম বলেছেন, যারা অন্তর্বর্তী সরকারের সুবিধা নিয়ে দখলদারিত্ব করছেন তাদেরও স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের মত পতন হবে।
আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে তিনি এই কথা বলেন। মুনতাজুল ইসলাম বলেন, গনঅধিকার পরিষদ ট্রাক মার্কায় নিবন্ধন পেয়েছে। তার নিজ এলাকায় আগমন উপলক্ষে আনন্দর্যালী ও গনসংযোগ অনুষ্ঠিত হয়।
মনতাজুল ইসলাম আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে তরুনদের বাংলাদেশ। তরুনদের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।
আনন্দর্যালী ও গনসংযোগে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পি, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নাসিম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আল ইমরান এবং জেলা যুব অধিকার পরিষদের সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান সহ নেতৃবৃন্দ।
(আরকে/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৪)