গোপালগঞ্জ প্রতিনিধি : জাতীয় অধ্যাপক ডা. মোঃ ইব্রাহিমের ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিসসহ স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

আজ শুক্রবার সকাল দশটা থেকে শহরের পৌর সুপার মার্কেটের সামনে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করে। এখান থেকে দিনব্যাপী বিভিন্ন বয়সের ৪০০ মানুষের ডায়াবেটিস ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

গোপালগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের সহকারি মেডিকেল ডাইরেক্টর ডা. জিন্নাত হোসেন এসব তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিম ডায়াবেটিস রোগীদের সেবায় বাংলাদেশে ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠা করেন। তাঁর ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা বিনামূল্যে ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবার আয়োজন করেছি।

এখানে সকাল থেকে দিনব্যাপী ৪০০ রোগীর ডায়াবেটিস ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

(এমএস/এএস/সেপ্টেম্বর ৬, ২০২৪)