কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে খিরাটি এলাকায় মিছিলে হামলা, গুলি বর্ষণ, ককটেল বিস্ফোরণ ও মোটর সাইকেলে অগ্নিকাণ্ড সহ বিভিন্ন অভিযোগ এনে  কাপাসিয়ার  সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমিসহ ৩১ জনের বিরুদ্ধে কাপাসিযা থানায় মামলা হয়েছে। মামলায় আরো অজ্ঞাতনামা ৬০ জনকে আসামী করা হয়েছে।

মামলার বাদী বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে হামলায় আহত সাগরের পিতা সাজিদুল ইসলাম। মামলায় সিমিন হোসেন রিমিকে হুকুমের আসামী করা হয়েছে।

এ মামলার অন্য আসামিরা হলেন, মোঃ শহিদুল্লাহ, মোঃ হারুন অর রশিদ (হিরণ মোল্লা), মাহবুব, মাজহারুল, অলিউল্লাহ , মোঃ ফয়সাল, জাকির মোল্লা, রিপন মাঝি, নুরে আলম টিটু, মেজবা উদ্দিন , তৈমুর, মারুফ, ফয়সাল মোল্লা, শ্যামল, আব্দুল খালেক, ইলিয়াস , বিকল্প, বিহেব , কাজল, তোফাজ্জল হোসেন, রাসেল , মান্নান, মনির হোসেন , রাশেদুল , আসাদ , মিলন মাষ্টার, সজিব মিয়া, জুয়েল মিয়া , নাজমুল , আহম্মদ, শুভ সহ অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনকে আসামী করা হয়েছে।

মামলার বাদী সাজিদুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগষ্ট সকাল সাড়ে ১০টায় আমিসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৭০ থেকে ৮০ জন ছাত্র উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের খিরাটি স্কুল মাঠ হতে বৈষম্য বিরোধী মিছিল নিয়ে চালার বাজারে যাচ্ছিলাম। চালার বাজার সেতু পার হওয়ার সময়
বিপরীত দিক থেকে মামলায় উল্লেখিত ১ নং আসামী সিমিন হোসেন রিমির হুকুমে ও নির্দেশে অন্য আসামিরা আমাদের উপর হামলা চালায়। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়তে থাকে এবং ককটেল বিস্ফোরণ করে ওই এলাকায় তান্ডব চালায়। হামলার সময় আমার ছেলে সাগরকে তার মাথায়। চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে এবং ১৫ থেকে ১৬ জনকে গুরুতর আহত করে।

এসময় আসামিরা ৫/৬টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। উল্লেখিত আসামিরা হামলা করে বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নি সংযোগ ঘটায়। তাদের হামলায় এক কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বকর মিয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিলে হামলার অভিযোগে একটি মামলা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসকেডি/এএস/সেপ্টেম্বর ৬, ২০২৪)