বোয়ালমারী  প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর গ্রামের এক পাটখড়ি ব্যবসায়ী ২৩ নভেম্বর বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ রয়েছে। পরিবারের লোকজন দুই দিন খোাঁজা খুজিঁ করে তাকেঁ না  পেয়ে মঙ্গলবার (২৫.১১.১৪) বোয়ালমারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

থানায় করা ডায়েরি সূত্রে জানা যায়, উপজেলা দাদপুর গ্রামের ফরিদ মিয়া (৪০) গত রবিবার বিকালে টাকা নিয়ে পাশ্ববর্তী সালথা থানার ফুলবাড়িয়ায় মাল ক্রয় করার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়।

রাতে বাড়িতে না ফিরলে ফরিদের সাথে থাকা মোবাইলে (০১৮৩০-৬২০৪৮৮) ফোন করলে সেটিও বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোজাঁ-খুঁজি করে ফরিদকে না পেয়ে পরিবারের লোকজন বোয়ালমারী থানায় জিডি করেন।

(এসি/এসসি/নভেম্বর২৬,২০১৪)