আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাডায় ভ্রাম্যমাণ আদালতে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছে। সরকারি কাজে বাধা প্রদান করায় এই দণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মানিক বালীর ছেলে নান্নু বালী।

আদালত সূত্রে জানা গেছে , সরকারের বন্দোবস্ত দেয়া খাস জমি বুধবার সকালে অবৈধভাবে দখল করতে যায় এবং সরকারি কাজে বাঁধা দেয়ায় অভিযুক্ত নান্নু বালীকে ৭ দিনের কারা দন্ডের আদেশ দেয় আদালত। ভূমি অফিসের পেশকার মো. সোহেল আমিন জানান, দণ্ডপ্রাপ্ত আসামি নান্নু বালীকে বুধবারই বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৪)