আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় আইন শৃংখলা বাহিনীর সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা বাজারে বুধবার সকালে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বরিশাল জেলা সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানী দাস।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও তারিখ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে মেসার্স মর্ডান বেকারীকে ৫ হাজার টাকা, নাহার ফার্মেসীকে ২ হাজার টাকা, মুদি দোকানী রাছেল স্টোরের মালিককে ১ হাজার টাকাসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও এপিবিএন সদস্যরা।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৪)