২৩৪৬ চিকিৎসকের চাকরি স্থায়ী ও পদোন্নতির উদ্যোগ
স্টাফ রিপোর্টার : ক্যাডারের নিয়ম ভঙ্গ করে স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন অ্যাডহক ও প্রকল্পের ২ হাজার ৩৪৬ চিকিৎসকের চাকরি স্থায়ীকরণ ও পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে অ্যাডহকের ১ হাজার ৯৮৯ জন এবং উন্নয়ন প্রকল্পের ৩৫৭ জন চিকিৎসক কর্মকর্তা বুনিয়াদি প্রশিক্ষণ, বিভাগীয় পরীক্ষা ও শিক্ষানবিশকাল ছাড়াই চাকরিতে স্থায়ী ও পদোন্নতির সুযোগ পাচ্ছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক নোটিশ থেকে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘দ্য বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস-১৯১৮’ এর ১৮ বিধি বিধি সংযোজনের জন্য কমিশন সুপারিশ প্রেরণ করে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় ‘on or befor 19-05-2011’ এর স্থলে ‘on or befor 14-09-2011’ প্রতিস্থাপনপূর্বক প্রজ্ঞাপন জারি ও গেজেটে প্রকাশ করে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শের ব্যত্যয় ঘটিয়ে পুনরায় কমিশনের পরামর্শ গ্রহণ না করে প্রজ্ঞাপন জারি করার বিধিগত কোনো সুযোগ ছিল না। তারপরও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ১৯ মে ২০১১ পর্যন্ত অ্যাডহকভিত্তিতে নিয়োগকৃত সহকারী সার্জনকে ক্যাডারভুক্ত করার পরামর্শ প্রদান করায় ওই তারিখ পর্যন্ত ক্যাডারভুক্ত সহকারী সার্জনদের ক্ষেত্রে প্রজ্ঞাপনটি কার্যকর হয়েছে মর্মে বিবেচনা করা যায়।
নোটিশে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ১৯ মে ২০১১ তারিখ বা তার পূর্ব পর্যন্ত অ্যাডহকভিত্তিতে নিয়োগকৃত সহকারী সার্জনদের ক্যাডারভুক্ত করার পরামর্শ প্রদান করলেও জনপ্রশাসন মন্ত্রণালয় ১৪ সেপ্টেম্বর ২০১১ পর্যন্ত অ্যাডহকভিত্তিতে নিয়োগকৃত সহকারী সার্জনদের ক্যাডারভুক্ত করার লক্ষ্যে প্রজ্ঞাপনে ১৯ মে ২০১১ তারিখের স্থলে ১৪ সেপ্টেম্বর ২০১১ তারিখ প্রতিস্থাপন করে। ক্যাডারভুক্ত করার প্রজ্ঞাপন জারি করায় এবং ক্যাডারভুক্ত সহকারী সার্জনদের চাকরি স্থায়ী করার লক্ষ্যে বুনিয়াদি প্রশিক্ষণ, বিভাগীয় পরীক্ষা ও শিক্ষানবিশকাল হতে অব্যাহতির জন্য দ্যা বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস-১৯৮১ এর বিধি ৮ সংশোধনের প্রস্তাবের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট মামলা নম্বর-১০৭৩৬/২০২২ দায়ের করা হয়, যাহা বিচারাধীন আছে।
রিট মামলায় হাইকোর্ট বিভাগের কোনো অন্তর্বর্তীকালীন আদেশ নেই। কাজেই রিট মামলাটি নিষ্পত্তি হওয়া সাপেক্ষে ১৯ মে ২০১১ তারিখের পর থেকে ১৪ সেপ্টেম্বর ২০১১ তারিখ পর্যন্ত ক্যাডারভুক্ত সহকারী সার্জনদের চাকরি স্থায়ী করার লক্ষ্যে দ্য বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস-১৯৮১ এর রুলস-৮ সংশোধন করে রুলস-৮ এর sub-rule (1) এর clause (j) এর পর clause (k) সংশোধন করা যায়।’
‘এমতাবস্থায়, দ্য বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস-১৯৮১ এ সংযোজিত ১৮ বিধিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ১৯ মে ২০১১ তারিখ পর্যন্ত অ্যাডহকভিত্তিতে নিয়োগকৃত সহকারী সার্জনদের ক্যাডারভুক্ত করার প্রস্তাবে পরামর্শ প্রদান করায় উক্ত তারিখ পর্যন্ত ক্যাডারভুক্ত সহকারী সার্জনদের ক্ষেত্রে প্রজ্ঞাপনটি কার্যকর হয়েছে মর্মে বিবেচনা করত: তাদের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে বুনিয়াদি প্রশিক্ষণ, বিভাগীয় পরীক্ষা ও শিক্ষানবিসকাল হতে অব্যাহতির লক্ষ্যে দ্যা বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস-১৯৮১ এর rule-8 সংশোধন করে rule-8 এর sub-rule (1) এর clause (j) এর পর clause (k) সংযোজনের পরামর্শ প্রদান করা হলো’।
এতে উল্লেখ রয়েছে, ‘এছাড়া, উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে স্থানান্তরিত ও বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত ৩৫৭ জন চিকিৎসক কর্মকর্তার চাকরি স্থায়ী করার লক্ষ্যে The Bangladesh Civil Service Recruitment Rules, 1981 এর rule-8 সংশোধন করে rule-8 এর sub-rule (1) এর clause (j) এরপর clause (I) সংযোজনের পরামর্শ প্রদান করা হলো।’
নোটিশে বলা হয়, ‘এ বিষয়ে বিদ্যমান নিয়ম-কানুন ও অন্যান্য আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালন করতে হবে। The Bangladesh Civil Service Recruitment Rules, 1981 সংশোধন সংক্রান্ত খসড়া প্রজ্ঞাপনটি গেজেট আকারে জারির পর গেজেটের ১০ টি কপি কমিশনে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
(ওএস/এএস/সেপ্টেম্বর ০৫, ২০২৪)