গোয়ালন্দে সাবেক জজের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন
একে আজাদ, রাজবাড়ী : যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের সাবেক সমন্বয়ক শামছু জজের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, শামছু জজ বিচারক থাকা কালীল বিএনপি ও জামাতের বিভিন্ন মামলায় ফাঁসি সহ বিভিন্ন ভাবে হয়রানি করেছে। এসমস্ত প্রহসন মুলক বিচারের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা উপার্জন করেছে। সারাদেশে অনিয়ম অবিচারের বিচার হচ্ছে তাই তারা এই সাবেক বিচারকের শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, কয়েক দিন পূর্বে রাজবাড়ী কোর্টে তিনি সহ ১৭০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষকদলের সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, শ্রমিকদলের সভাপতি আবুল কাসেম মিয়া, তরণদলের সভাপতি এশা, ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন দেলো, পৌর মহিলাদলের সভানেত্রী রাজিয়া দেলোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।
(একে/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৪)