মাদারীপুরে মানবপাচার চক্রের সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে মানবপাচারচক্রের সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী অর্ধশত পরিবার। এসময় ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ব্যানার-ফ্যাস্টুন হাতে মানবপাচারচক্রের সক্রিয় সদস্য দেলেয়ার সরদার ও এমদাদ ফকিরসহ তাদের সাথে জড়িত সবার বিচার দাবি করেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের দেলোয়ার সরদার ও এমদাদ ফকির দীর্ঘদিন ধরে গ্রামের সহজ সরল যুবকদের ইতালীসহ ইউরোপের বিভিন্ন দেশে নেয়ার লোভ দেখায়। লোভে পড়ে অর্ধশত যুবকের পরিবার লাখ লাখ টাকা তুলে দেয় ওই দুই দালালদের হাতে। পরে ইতালীর উদ্দেশ্যে যুবকরা যাত্রা করলে মাঝপথে লিবিয়ায় তাদের বন্দি করে দালালচক্র। এরপর মাফিয়াদের কাছে বিক্রি করে পরিবারের কাছে থেকে আদায় করা হয় মুক্তিপণের লাখ লাখ টাকা। তবুও মিলছে না বন্দি যুবকদের মুক্তি। এই ঘটনায় দালালচক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন, গ্রামবাসী। সবশেষে তারা বিচারের দাবীতে মাদারীপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।
ভুক্তভোগীর পরিবার সূত্রে আরো জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের কামাল খানের ছেলে সুমন খান, গোলাম ফারুক খানের ছেলে শাহআলম খান, জামিল হোসেনের ছেলে জোবায়ের হোসেন, মোস্তফা মৃধার ছেলে শাহীন মৃধা, দুলাল মোল্লার ছেলে আরমান মোল্লা, সামসু সরদারের ছেলে হৃদয় সরদারসহ অর্ধশত যুবক মানবপাচার চক্রের ফাঁদে পড়ে নানাভাবে প্রতারণার শিকার হয়েছেন।
তারা আরো জানায়, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের রশিদ সরদারের ছেলে দেলোয়ার সরদার, মজিব ফকিরের ছেলে এমদাদ ফকির, রহিম ফকিরের ছেলে হাবিব ফকির, দেলোয়ার সরদারের স্ত্রী আরজু বেগম, রতন বয়াতীর স্ত্রী হোসনেআরা বেগমসহ আরো অনেক দালাল মানব পাচারের কাছে জড়িত আছেন। এসময় বিক্ষোভকারী ভুক্তভোগীর পরিবারের সদস্যরা মানবচক্রের সাথে জড়িত সবার শাস্তির দাবী জানান।
মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, মানবপাচারচক্রের সদস্যদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। এছাড়াও অবৈধভাবে কোন যুবক, বিদেশে যেন না যান সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতেও বলা হয়েছে।
(এএসএ/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৪)