রিপন মারমা, রাঙ্গামাটি : এবার রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) স্পীল ওয়ের ১৬ টি জলকপাট  ৪  ফুট করে খুলে দেওয়া হয়েছে।

এতে কাপ্তাই লেক হতে প্রতি সেকেন্ডে ৭৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে আছড়ে পড়ছে । সোমবার (২সেপ্টেম্বর) বেলা ৩ টা ২০ মিনিট এই তথ্য জানান, কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের। এর আগে একইদিন সকাল ১১ টা পর্যন্ত পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে এর ১৬টি গেইট দিয়ে ৪২ ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছিল। উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে মুহূর্তে মুহূর্তে কাপ্তাই লেকের পানি বৃদ্ধির ফলে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে পিডিবি ম্যানেজার জানান।

তিনি আরোও জানান, লেকে প্রয়োজনের চেয়ে বেশী পানি থাকায় লেক সংলগ্ন এলাকাগুলো এখনো নিমজ্জিত রয়েছে।

কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ৩ টা পর্যন্ত কাপ্তাই লেকে ১০৮.৭২ ফুট মিনস সী লেভেল পানি রয়েছে। লেকে পর্যাপ্ত পানি থাকায় বর্তমানে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

এদিকে লেকের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বাঘাইছড়ি, লংগদু, রাঙামাটি সদর এবং নানিয়ারচর উপজেলার নীচু এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়েছে।

(আরএম/এএস/সেপ্টেম্বর ০২, ২০২৪)