রাজবাড়ী প্রতিনিধি : ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাগর আহমেদের স্মৃতিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে বাধাদানকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে নারুয়া ইউনিয়নের সকল ছাত্র-ছাত্রীদের আয়োজনে নারুয়া মুনছুর আলী কলেজ গেইটের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেইটের সামনে বক্তৃতা করেন, রিপন, বিল্লাল, সৌরভ, সায়েম, রিমন, সিয়াম, রুবাই, শিহাব, রিফাত প্রমুখ।

বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বাংলা কলেজের ছাত্র শহীদ সাগর আহমেদের স্মৃতি রক্ষার্থে রবিবার গড়াই নদীর তীরে বৃক্ষরোপন করা হয়। এলাকার চিহিৃত দুবৃত্তরা গাছ গুলি উপড়ে ফেলে। এ শত্রুকে দ্রুত গ্রেপ্তার পুর্বক শাস্তি দাবী জানান। দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

(একে/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৪)