বর্ন্যাতদের জন্য ১ লাখ টাকা দিলেন ধামরাইয়ের যশো মাধব মন্দির কমিটি
দীপক চন্দ্র পাল, ধামরাই : বর্ন্যাতদের সাহার্য্যাতে ধামরাইয়ের ঐতিহ্যবাহী চার শত বছরের পুরোনো শ্রীশ্রী যশো মাধবদেবের মন্দির কমিটির পক্ষ থেকে ১ লাখ ১ হাজার ৭ শত টাকা অনুদান দিয়েছেন।
আজ সোমবার দুপুর দেড়টায় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুনের হাতে এ নগত অর্থ তুলে দেন ধামরাই মাধব মন্দির কমিটির অন্যতম সদস্য ধামরাইয়ের ঐতিহ্য্বাহী তামকাসা শিল্পী সুকান্ত বণিক।
এসময় তার সাথে ছিলেন মাধব মন্দির কমিটির সহ সভাপতি জগদিশ সরকার,মাধব মন্দির কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক দীপক চন্দ্র পাল। এছাড়াও এসময় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুনের দপ্তরে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শিক্ষক মাওলানা আব্দুল করিম সহ ছাত্র ছাত্রী ও বিভিন্ন পেশার ২৫/৩০ জন সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ধামরাই মাধব মন্দির কমিটির যুগ্ম সাধারন সম্পাদক নন্দ গোপাল সেন বলেন, দেশের যে কোনো দূর্যোগের সময় আমাদের এই মন্দিরের পক্ষ থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এধরনের কাজ করে থাকি। বর্তমান প্রেক্ষাপটে দেশের প্রায় ১২ টি জেলায় ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে। লাখ লাখ মানুষ বন্যায় কবলিত হয়ে চরম কষ্টের মধ্যে দিন যাপন করছেন। আমরা তাদের জন্য সাধ্য মত কিছু সহযোগিতা করতে আমাদের মধ্য থেকে এই সামান্য অর্থ দিয়েছি। আমরা মনে করি দশের লরি একের বোঝা। সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি।
(ডিসিপি/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৪)