বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ
মদন প্রতিনিধি : মদন-ফতেপুর সড়কে বেহাল অবস্থার কারণে সীমাহীন দূর্ভোগে পড়েছে লোকজন। ১৩ কিলোমিটার সড়কের বেশীর ভাগ অংশ ভেঙে গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টির পানি জমে ডোবায় পরিণত হয়েছে। পৌরসভাসহ তিনটি ইউনিয়নের ২৫টি গ্রামের লোকজনের যাতায়াতের বিকল্প কোন রাস্তা না থাকায় বাধ্য হয়েই সীমাহীন দুর্ভোগের মধ্যে দিয়ে প্রতিদিন যাতায়াত করছে হাজারো লোকজন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মদন উপজেলার কার্যালয় ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, মদন-ফতেপুর ১৩ কিলোমিটার সড়ক পৌরসদরের সাথে তিনটি ইউনিয়ন কে যুক্ত করেছে। মদন সদর ইউনিয়ন, তিয়শ্রী ইউনিয়ন ও ফতেপুর ইউনিয়নের ২৫ টি গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে থাকেন। ২০০১ সালে পাকা করণের কাজ সম্পন্ন করা হলেও পরবর্তিতে ২০১৬ সালে সংস্কার করা হয়। নিম্ন মানের কাজ ও ভারীযানবাহন-বাস চলাচল করায় অতি অল্প সময়েই সড়কটি বেহাল দশা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কিন্তু বিকল্প কোন যাতায়াত ব্যবস্থা না থাকায় প্রতিদিনেই নানা সমস্যায় বাধ্য হয়ে যাতায়াত করছে লোকজন। এর সাথে সময় ক্ষেপনের সাথে সাথে অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে।
যাতায়াতকারী আব্দুল্লাহ,আমিনুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে মদন-ফতেপুর সড়কটি সংস্কার করা হয় না। সারা সড়কে গর্তের সৃষ্টি হওয়ায় কাদা পানি লেগেই থাকে। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় কষ্ট করে প্রতিদিন লোকজন যাতায়াত করছেন। অতিরিক্ত টাকা ছাড়া গাড়ি চালকরাও যাত্রী নিয়ে যেতে চায় না। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি সড়কটি যেন দ্রুত সংস্কার করে দেয়।’
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার সফি জানান, ‘উপজেলা সদরে যাওয়ার জন্য আমার ইউনিয়নের ৮ টি গ্রামের বিকল্প কোন রাস্তা নেই। আমার ইউনিয়নসহ তিনটি ইউনিয়নের অন্তত ২৫ টি গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা থাকলেও সংস্কারে তেমন উদ্যোগ নেওয়া হচ্ছে না। বেহাল সড়ক দিয়ে বাধ্য হয়েই আমরা প্রতিদিন যাতায়াত করছি। আমরা চাই সড়কটি দ্রুত সংস্কার করা হউক।’
মদন উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল জানান, ‘এ সড়কের গুরুত্ব অনুধাবন করে কাজের প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর প্রেরণ করা হয়েছে। অনুমোদন পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আলম মিয়া জানান, ‘মদন-ফতেপুর সড়কটি বর্তমানে বেহাল অবস্থা। সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।’
(এম/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৪)