সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : বাড়ির দেওয়াল টপকিয়ে বারান্দার গ্রীলের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে বাড়ির লোকদের হাত পা বেধে অস্ত্রের মুখে দুর্ধষ ডাকাতির ঘটনায় ১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের ধনাঢ্য ব্যক্তি কোবাদ আলীর বড় ছেলে সোহেল রানা বাদি হয়ে রোববার কেন্দুয়া থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। পুলিশ ডাকাতির ঘটনায় জড়িত খোরশেদ উদ্দিন বাদশাকে রোববার সকালে নেত্রকোনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে। একই সাথে বাদশাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে। খোরশেদ উদ্দিন বাদশার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় চরটেংগাবর গ্রামে। সে মৃত রমজান মিয়ার ছেলে বলে পুলিশকে জানায়।

জানা যায়, গত ৩০ আগস্ট শুক্রবার গভীর রাতে মুখোশপরা অস্ত্রধারী ডাকাতদল মজলিশপুর গ্রামের কোবাদ আলীর বাড়ির ‘আকন্দ ভিলার’ দেওয়াল টপকিয়ে উঠোনে প্রবেশ করে।

আজ রবিবার দুপুরে সরেজমিন গেলে কোবাদ আলীর ছোট ছেলে রাতুল আকন্দ বাবু জানান, গরমের কারণে তাদের ঘরের প্রত্যেকটি কক্ষের দরজা খোলা ছিল। তবে ডাকাত দলের সদস্যরা বারান্দায় গ্রীলের দরজা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে প্রথমে তার ভাই সোহেল রানার হাত পিছন দিক নিয়ে বেধে ফেলে অস্ত্রের মুখে ডাকাতি শুরু করে। পরে তার ভাই ও ভাবিকে বাহির দিক থেকে দরজা আটকিয়ে অন্য কক্ষে যায়। সেখানে গিয়ে তাকে এবং তার বাবা কোবাদ আলীর হাত পা বেধে অস্ত্রের মুখে নগদ ৬/৭ লাখ টাকা ও ৭ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় ডাকাত দলের সদস্যরা তার মাকেও মারপিট করে। মামলার বাদি সোহেল রানার মা লাকি খানম কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার এই বয়সে এমন ঘটনা আর কোন দিন দেখিনি।

তিনি বলেন, আমার নাতি সোহেল রানার ৭ বছরের ছেলেকেও মারপিট করেছে এবং গলায় ছুরি ধরে ভয় দেখিয়েছে। ডাকাতদের ভয়ে আমাদের এখনও আতংক কাটেনি। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন খোরশেদ আলম বাদশাকে ব্রামনগাতী মোড় এলাকায় আটক করে পেমই তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে তুলে দেয়।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান সমকালকে বলেন, ডাকাতির ঘটনায় ১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তিনি আরও বলেন, আটককৃত বাদশাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

(এসবি/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৪)