বাগেরহাটে সিডিসি প্রদানের দাবিতে মেরিন শিক্ষার্থীদের অবস্থান
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা সিডিসি (কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট) প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ রবিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন মেরিন শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির শিক্ষার্থী শেখ আমানুল্লাহ রাকিব, কামরুজ্জামান সিয়াম, মিরাজ আহমেদ শিহাব, প্রিন্স হাওলাদার, ইরফান, মো. অনন্ত, ইমরুল হাসান অপুসহ ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন নানা তালবাহানা করে ২০১০ সাল থেকে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর অধীনে পরিচালিত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের সিডিসি বন্ধ করে দিয়েছে। যার ফলে দেশের হাজার হাজার ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়াররা বেকার হয়ে পড়েছে। শুধুমাত্র সিডিসির অভাবে তারা বিদেশী জাহাজে চাকুরী করতে পারছে না। আমরা চাই অতি দ্রুত এই সমস্যার সমাধান করে সিডিসি প্রদানের মাধ্যমে আমাদের মূল্যায়ন করা হোক।
বাগেরহাটসহ সারাদেশে সরকারী ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি রয়েছে। এছাড়া কয়েকটি বেসরকারি বিশ্ব বিদ্যালয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি পড়ানো হয়।
সিডিসি হল- জাহাজে গমনের এক ধরণের সরকারী অনুমতিপত্র। যা মার্চেন্ট শিপিং অধ্যাদেশ-১৯৮৩-এর অধীনে একটি বাংলাদেশ শিপিং কর্পোরেশন থেকে প্রদান করা হয়ে থাকে। সমুদ্রগামী জাহাজে পরিষেবা, কর্মক্ষমতা এবং চিকিৎসা ফিটনেস সম্পর্কিত তথ্য ক্রমাগত একটি সিডিসিতে রেকর্ড করা হয়।
(এস/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৪)