সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবিরের অপসারণ ও শাস্তির দাবিতে  বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা। 

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট-ঢাকা মহাসড়কের মাদরাসাঘাট এলাকায় ক ঘন্টাব্যাপী এই মানববন্ধ কর্মসূচী পালন করা হয়।

পরে তারা গাওলা ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী ভুক্তভোগী সারমিন আক্তার নামের এক নারীর অভিযোগ করেন ইউপি চেয়্যারম্যান রেজাউল কবির তার বিবাহ বিচ্ছেদের দেনমহরের ১ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। ভুক্তভোগী এই নারী টাকা চাইতে গেলে তাকে হুমকি দিয়ে তাড়িয়ে দেয় এই চেয়ারম্যান। ৫ আগষ্ট বিকাল থেকে ইউপি চেয়ারম্যান পলাতক রয়েছে।

মানববন্ধনে অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা যুবদলের সহ-সম্পাদক জিয়াউর রহমান, নুর ইসলাম শেখ, নিজাম শেখ, ইউপি সদস্য মোহাম্মদ সেলিম মোল্লা ও নজরুল ইসলাম প্রমূখ।

(এস/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৪)