স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক
মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুরের নবাগত পুলিশ সুপার আবুল কালাম আযাদ।

আজ রবিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু’ প্রচলিত এ কথাটিকে আমি আমার কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই।

পুলিশের প্রতি জনগণের আস্থার জায়গাটুকু আমি যে কোন মূল্যে ফিরিয়ে আনতে চাই সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সহযোদ্ধা হতে চাই। আপনারা বস্তুনিষ্ঠভাবে প্রকৃত ঘটনা তুলে
ধরবেন। মানুষের আস্থা অর্জন করেই আমরা ভবিষ্যৎ পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই।

মতবিনিময় সভায় গাজীপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী, নাজমুস সাকিব খান, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

(এস/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৪)