‘বর্তমান সরকারের কাজ একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়া’
একে আজাদ, রাজবাড়ী : নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা: শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকারের কাজ একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়া। আমরা আশাবাদী অতি শীর্ঘই একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করবে তারা।
আজ রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরী ঘাট এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ডা: শফিকুর রহমান।
তিনি আরও বলেন, আমরা ঐক্যবদ্ধ একটা জাতী নিয়ে সামনের দিনে আগাতে চাই। নির্বাচনের সময় আসুক। নির্বাচন পাবো ইনশাআল্লাহ আমরা আশা বাদী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কেউ ফ্রেশ মন নিয়ে দেশ গড়ার কাজে আমাদের সাথে আশে আমরা তাদের স্বাগত জানাবো।তবে কেউ আমাদের আশ্রয় নিয়ে অপকর্মে জড়িত হয় তাদের সহ্য করা হবে না।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলার আমির, এ্যাডভোকেট নুরুল ইসলাম, নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সেক্রেটারী আলিমুজ্জান, সাংগঠনিক সম্পাদক মো: হারুন-অর-রশিদ, পাংশা উপজেলা জামায়াতের আমীর সুলতান মাহামুদ, পাংশা পৌর আমীর কাজী ফরহাৎ জামিল (রুপু), পৌর সেক্রেটারি খন্দকার মাওলানা আব্দুল হালিম, নায়েবে আমীর মো: মঞ্জুর রহমান, সাংগঠনিক সম্পাদক খন্দকার ফয়জুল হাসান প্রমুখ।
(একে/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৪)