রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী-২ আসনের এমপি ও সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের পুত্র মিতুল হাকিম, সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল মাসুদ বিশ্বাসসহ ৫৪জন আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের হয়েছে।

রবিবার রাজবাড়ীর পাংশা আমলী আদালত ও দ্রুত বিচার আদালতে মামলা ৩টি দায়ের করেছেন। পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন খন্দকার বাদী হয়ে জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিম সহ ৩১ জন সহ অজ্ঞাতনামা ২০-২৫জন, একই গ্রামের আঃ আজিজ খানের ছেলে মাসুদ রানা জনি বাদী হয়ে ১৭জনসহ অজ্ঞাতনামা ২০-২৫জন, গুধিবাড়ী গ্রামের আঃ করিম মোল্যার ছেলে আজিজুল ইসলাম রাজা বাদী হয়ে ৬জনসহ অজ্ঞাতনামা ২০-২৫জন।

মামলার বাদী সুমন খন্দকার বলেন, মিতুল হাকিমের নেতৃত্বে ২০১৮ সালের ২৫ ডিসেম্বর দশ লক্ষ টাকা চাঁদাদাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় ২৭ ডিসেম্বর বসত বাড়ীতে প্রবেশ করে ককটেল ফাটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করে। প্রাণ ভয়ে তাদেরকে ৫ লক্ষ টাকা প্রদান করা হয়। আরো ৫লক্ষ টাকার জন্য চাপ সৃষ্টি করে।
বাদী মাসুদ রানা জনি বলেন, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর পাংশার সাবেক মেয়র আব্দুল্লাহ আল মাসুদ বিশ্বাসের নেতৃত্বে ৫লক্ষ টাকা চাঁদাদাবি করে। ২লক্ষ টাকা প্রদান করলেও বাকী ৩লক্ষ টাকা না দেওয়ায় ২৮ ডিসেম্বর বসতবাড়ী ভাংচুর করে।

বাদী আজিজুল ইসলাম রাজা বলেন, ২০১৭ সালের ৩ এপ্রিল পাংশার সাবেক মেয়র আব্দুল্লাহ আল মাসুদ বিশ^াসের নেতৃত্বে ১০ লক্ষ টাকা চাঁদাদাবি করে। ৫লক্ষ টাকা প্রদান করলেও বাকী ৫ লক্ষ টাকার জন্য ৪ এপ্রিল মুদি দোকান সহ বিল্ডিং ভেঙ্গে লুটপাট করে নেয়।

রাজবাড়ী আদালতের এ্যাড. জাহিদ উদ্দিন মোল্যা বলেন, মাসুদ রানা জনির মামলাটি ওসি ডিবি, আজিজুল ইসলামের মামলাটি ওসি পাংশা ও সুমন খন্দকারের মামলাটি পিবিআইকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

(একে/এএস/সেপ্টেম্বর ০১, ২০২৪)