রাজবাড়ীতে সাবেক এমপির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ জেলা বিএনপির
বিশেষ প্রতিনিধি : রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে জেলা বিএনপি।
আজ শনিবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী, সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. আসলাম মিয়া।
এসময় রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল, সাবেক সভাপতি মাহবুব আলম দুলাল, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী, সদস্য সচিব মজিবর রহমান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বলেন, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে জেলা বিএনপির কমিটিকে পাশ কাটিয়ে নতুন গ্রুপ সৃষ্টি করে বিভিন্ন স্থানে সভা-সমাবেশের আয়োজন করছে। শনিবার বিকেলে খানখানাপুর ইউনিয়ন বিএনপির নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে তার মতাদর্শের লোকজন নিয়ে মিটিংয়ের আয়োজন করে। পরে সেখানে জেলা বিএনপির নেতাকর্মীরা সভা করে। এতে দলীয় নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তার লোকজন এলাকায় ব্যাপক চাঁদাবাজি করছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলীয় হাইকমান্ডকে লিখিত ভাবে জানানো হবে।
(একে/এসপি/আগস্ট ৩১, ২০২৪)